সত্য ও সময়ের সাথে চলব

Powered by Blogger.

সংবিধান সংশোধনী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধানের এই পর্যন্ত ১৫টি সংশোধনী হয়েছে। জেনে নিন সংসদের পাশের তারিখ, কারণ ও ঊত্থাপনকারীর নাম
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
প্রথম সংশোধনী
১৫ জুলাই ১৯৭৩ : যুদ্ধপরাধসহ অন্যান্য গণঅপরাধীদের বিচার নিশ্চিত করা।
( উথাপনকারী- আইনমন্ত্রী মনোরঞ্জন ধর)

দ্বিতী্য সংশোধনী
২২ সেপ্টেম্বর ১৯৭৩ : অভ্যন্তরীণ বা বহিরাক্রমণ গোলযোগে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বিপন্ন হলে সে অবস্থায় 'জরুরি অবস্থা' ঘোষণার বিধান।
( উথাপনকারী- আইনমন্ত্রী মনোরঞ্জন ধর)

তৃতীয় সংশোধনী
২৩ নভেম্বর ১৯৭৪ : বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি অনুযায়ী বেরুবাড়িকে ভারতের নিকট হস্থান্তর বিধান।
( উথাপনকারী- আইনমন্ত্রী মনোরঞ্জন ধর)

চতুর্থ সংশোধনী
২৫ জানুয়ারী ১৯৭৫: সংসদীয় শাসন পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত শাসন পদ্ধতি চালু এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলী্য রাজনীতি প্রর্বতন।
( উথাপনকারী- আইনমন্ত্রী মনোরঞ্জন ধর)

পঞ্চম সংশোধনী
৫ এপ্রিল ১৯৭৯: ১৯৭৫ সালের ১৫ আগস্টের সামরিক অভ্যুথানের পর থেকে ১৯৭৯ সালের ৫ এপ্রিল পর্যন্ত সামরিক সরকারের যাবতী্য সরকারের বৈধতা দান।
(উথাপনকারী- সংসদ নেতা শাহ আজিজুর রহমান)

ষষ্ঠ সংশোধনী
৮ এপ্রিল ১৯৮১: উপ রাষ্ট্রপতি পদ থেকে রাষ্ট্রপতির পদে নির্বাচনের বিধান নিশ্চিত করন।
(উথাপনকারী- সংসদ নেতা শাহ আজিজুর রহমান)

সপ্তম সংশোধনী
১০ নভেম্বর ১৯৮৬: ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত সামরিক আইন বলবৎ থাকাকালিন সময়ে প্রণীত সকল ফরমান, প্রধান সামরিক আইন প্রশাসকের আদেশ, নির্দেশ, অধ্যাদেশ সহ আন্যান্য আইন অনুমোদন।
(উথাপনকারী- আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী বিচারপতি এ কে এম নূরুল ইসলাম)

অষ্টম সংশোধনী
৭জুন ১৯৮৮: রাষ্টধর্ম হিসাবে ইসলামকে স্বীকৃতি দান এবং ঢাকার বাহিরে ৬টি জেলায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন। Dacca এর নাম Dhaka এবং Bangali এর নাম Bangla পরিবর্তন করা হয়।
(উথাপনকারী- সংসদ নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ)

নবম সংশোধনী
১০ জুলাই ১৮৮৯: রাষ্ট্রপতি নির্বাচলের সাথে একই সময়ে উপরাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠান করা, রাষ্ট্রপতি পদে কোন ব্যাক্তিকে পর পর দুই মেয়াদে সীমাবদ্ধ রাখা।
(উথাপনকারী- সংসদ নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ)

দশম সংশোধনী
১২ জুন ১৯৯০: রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ শেষ হবার পূর্বে ১৮০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদর বাংলা ভাষ্য সংশোধন ও সংসদে মহিলাদের ৩০টি আসন আরো ১০ বছরকালের জন্য সংরক্ষণ।
(উথাপনকারী- আইন ও বিচারমন্ত্রী হাবিবুর রহমান)

একাদশ সংশোধনী
৬ আগস্ট ১৯৯১: অস্থায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের স্বপদে ফিরে যাবার বিধান।
(উথাপনকারী- আইন ও বিচারমন্ত্রী মীর্জা গোলাম হাফিজ)

দ্বাদশ সংশোধনী
৬ আগস্ট ১৯৯১: সংসদী্য় পদ্ধতিতে সরকার প্রবর্তন। উপ-রাষ্ট্রপতি, উপ-প্রধানমন্ত্রী পদগুলো বিলুপ্ত করা হয়।
(উথাপনকারী- প্রধানমন্ত্রী বেগম খালেদা জি্যা)

ক্রয়োদশ সংশোধনী
২৭ মার্চ ১৯৯৬: অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অনুষ্ঠানের জন্য নির্দলী্য তত্ত্বাবধায়ক সরকার গঠন।
(উথাপনকারী- শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকার)

চতুর্দশ সংশোধনী
১৬ মে ২০০৪: নারীদের জন্য ৪৫ আসন সংরক্ষণ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছবি সংরক্ষণ, অর্থ বিল, সংসদ সদশ্যদের শপথ, সাংবিধানিক বিভিন্ন পদের বয়স বৃদ্ধি।
(উথাপনকারী- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ)

পঞ্চদশ সংশোধনী
৩০ জুন ২০১১: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল। দলীয় সরকারের অধীনে মেয়াদ শেষ হবার আগের ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান। নির্বাচনের আগের ৯০ দিন সংসদ অধিবেশন বসার বাধ্যবাধকতা না রাখা। প্রধান নির্বাচন কমিশনার সহ অনধিক চারজন নির্বাচন নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠন।
(উথাপনকারী- আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ)
0 Komentar untuk "সংবিধান সংশোধনী"

Back To Top