সত্য ও সময়ের সাথে চলব

Powered by Blogger.

অজানা তথ্য

আসুন কিছু অজানা তথ্য জেনে নিই:
  • আইসক্রিম প্রথম তৈরি হয়েছিল চীনে , খ্রীষ্টের জন্মের ২০০০ বছর আগে।
  • সিংহের গর্জন ৫ মাইল দূর থেকেও শোনা যায় এবং শুনে মনে হয় আশেপাশের আওয়াজ।
  • পৃথিবীর এক মাত্র সাপ কিং কোবরা যে সাপ বাসা বাঁধে।
  • জিরাফের লম্বা গলায় মোট সাতটি হাড় আছে।
  • একটি বিড়ালের দেহের স্বাভাবিক তাপমাত্রা ১০০.৪ ডিগ্রি ফারেনহাইট থেকে ১০২.৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত থাকে।
  • বিশ্বে সনি কোম্পানি একপ্রকার ফ্রিজ তৈরি করেছে যার সামনে গিয়ে মানুষ শুধু হাসি দিলেই ফ্রিজটি খুলবে।
  • গড়ে একজন মানুষের চোখ বছরে ৪২ লাখ বার পলক ফেলে।
  • হাতের নখ পায়ের নখের চেয়ে ৪ গুন দ্রুত বাড়ে।
  • আপনি চোখ খুলে কখনই হাচি দিতে পারবেন না । বিশ্বাস না হলে এখনই চেষ্টা করে দেখুন।
  • শামুকের নাক আছে চারটি কিন্তু শামুক নি:শ্বাস নেয় পা দিয়ে।
  • মশার দাত ৪৭ টি।

0 Komentar untuk "অজানা তথ্য"

Back To Top