সত্য ও সময়ের সাথে চলব

Powered by Blogger.

রাতে গাছের নিচে ঘুমাতে নেই

আমরা হয়তো অনেকেই জানি যে রাতে গাছের নিচে ঘুমাতে নেই। কিন্তু এর সুনির্দিষ্ট কারণ হয়তো অনেকের জানা নেই, এমন কি বৈজ্ঞানিক ভিত্তিটাও হয়তো অনেকের জানা নেই। দিনের বেলায় গাছের নিছে ঘুমাতে তেমন কোন বিধিনিষেধ নেই। আমরা জানি যে প্রতিটি প্রাণীর মত গাছও দিন-রাত ধরে শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে এবং অক্সিজেন গ্রহন করে এবং কার্বনডাইঅক্সাইড ত্যাগ করে। কিন্তু াদনের বেলায় ইহা ছাড়া সালোকসংশ্লেষণ প্রথা চলে, যার মাধ্যমে গাছ নিজের খাদ্য নিজে তৈরি করে এবং উপজাত পদার্থ হিসেবে অক্সিজেন এবং পানি বিমুক্ত করে।

তাই রাতের বেলায় গাছের নিছে শুয়ে থাকলে শ্বাস প্রশ্বাসের কষ্ট শুরু হয়ে যাবে। কারণ সেখানে অক্সিজেন ক্রমশ কমতে থাকে, যেহেতু গাছ নি:শ্বাসের মাধ্যমে গ্রহন করে । অপরদিকে গাছ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। সেজন্যই রাতে গাছতলায় ঘুমাতে নেই।

দিনের বেলায় শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে যেমন র্কাবন ডাইঅক্সাইড নির্গত হয়, তেমনি সালোকসংশ্লেষণের মাধ্যমে অক্সিজেনও নির্গত হয়। এর ফলে দিনে আমাদের শরীরের বিশেষ কোনো ক্ষতি হয় না।
0 Komentar untuk "রাতে গাছের নিচে ঘুমাতে নেই"

Back To Top