সত্য ও সময়ের সাথে চলব

Powered by Blogger.

ইতিহাস ও ঐতিহ্য

বাংলা ইতিহাস
বাংলাদেশের ইতিহাস যেমন অনেক পুরনো, তেমনি অনেক ঐতিহ্যের। হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আমরা বাঙালী হিসেবে সত্যি এক গর্বিত জাতি পৃথিবীর বুকে। বহুমুখী আমাদের ইতিহাসের ধারা যার সকল শাখা জানা আমাদের পক্ষে অনেক দূরহ তো বটেই, অনেক শ্রম ও সময়ের ব্যপার। তবুও নিজের অস্তিত্বের ইতিহাস জানা খুবই জরুরী। আজ কিছু ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানব:
  • বাঙালী জাতি গড়ে উঠেছে অস্ট্রিক গোস্ঠি থেকে।
  • বাঙালী জাতির পরিচয় সংকর জাতি হিসেবে।
  • সেন বংশের আদি পুরুষ হেমন্ত সেন।
  • প্রাচীন ‘কর্ণসুবর্ণ’ বলতে বুঝায় মুর্শিদাবাদ জেলার রাঙামাটি গ্রাম।
  • চীনা পরিব্রাজক হিউয়েন সাং বাংলায় আগমন করেন সপ্তম শতকে।
  • প্রাচীন বঙ্গ দেশের সীমা উল্লেখ আছে নীহাররন্জন রায়ের ‘বাঙালীর ইতিহাস’ গ্রন্থে।
  • বাংলার প্রথম স্বাধীন ও সার্বোভৌম রাজা - রাজা শশাংক।
  • প্রাচীন বাংলার জনপদকে গৌড় নামে একত্রিত করেন রাজা শশাংক।
  • সম্রাট আকবরের সময় বাংলাদেশ পরিচিত ছিল সুব-ই-বাঙ্গালাহ নামে।
  • মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য।
  • চীনা পরিব্রাজক ফা-হিয়েন ভারত বর্ষ পরিভ্রমন করেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়।
  • চীনা বৌদ্ধ পন্ডিত হিউয়েন সাঙ ভারতে আসেন হর্ষবর্ধনের শাষনামলে।
  • গঙ্গারিডই জাতির বাস ছিল পদ্মা ও ভাগীরথী নদীর মধ্যবর্তী অঞ্চলে।
  • মৌর্য যুগে গুপ্তচর কে ডাকা হত সঞ্চারা নামে।
  • বাংলার প্রাচীনতম জনপদ পুন্ড্র।
  • দেব রাজবংশের রাজধানী ছিল দেবপর্বত।
  • চন্দ্রগুপ্তের সময় মৌর্যের রাজধানী ছিল পাটলীপুত্র।
  •  সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা ধর্মপাল।
  • লক্ষণ সেনের সময় বাংলার রাজধানী ছিল নদীয়।
  • ’গ্রান্ড ট্রাঙ্ক রোড’ নির্মান করেন শের শাহ।
  • আহসান মন্জিল নির্মিত হয় ঊনিশ শতকে।
  • বাংলাদেশের আকবর আলাউদ্দিন হোসেন শাহ।
  • শাহ-ই- বাঙালা উপাধি ধারণ করেন ইলিয়াস শাহ।
  • বাংলার সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ট আলাউদ্দিন হোসেন শাহ।
  • সুলতান মাহমুদ ছিলেন গজনীর অধিপতি।
  • গৌড়ের ছোট সোনা মসজিদ নির্মাণ করেন আলাউদ্দিন হোসেন শাহ।
  • গৌড়ের বড় সোনা মসজিদ নির্মিত হয় নুসরত শাহের সময়ে।
  • দাম’ নামক মুদ্রা প্রচলিত হয় শের শাহের আমলে।
  • ঢাকার নাম জাহাঙ্গীর নগর রাখেন ইসলাম খান।
  • বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় নিয়ে আসেন মীর জুমলা।
  • আর্যদের আগমনের পূর্বে প্রাচীন বাংলার অধিবাসি ছিল নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় ও ভোটচীন জাতি।
  • প্রাচীন ‘বাং’ গোষ্ঠিভুক্ত মানুষের বসবাস ছিল ভাগীরথী নদীর পূর্ব তীরে।
  • হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বানভট্ট।
  • ’দ্বার-ই-বঙ্গ বলতে বুঝাতো ত্রিহুতকে।
  • ’বেঘলপুর বা বিদ্রোহের দেশ নামে পরিচিত ছিল বাংলাদেশ।
  • বাংলার প্রথম স্বাধীন ও সার্বোভৌম যে রাজার মৃত্যুর পর গৌড়রাজ্য বিপর্যয়ের সম্মখীন হয়- শশাংক।
  • কৌলিন্য প্রথার প্রবর্তক বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেনের রাজধানী ছিল নদীয়া বা নবদ্বীপ।
  • জালালুদ্দিন মাহামুদের পিতার নাম রাজা গণেশ।
  • ভারতে প্রথম মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন মুহম্মদ বিন কাসিম ৭১২ সালে সিন্ধু রাজা দাহির কে পরাজিত করে।
  • ১৯০৫ সালের প্রথম নব গঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট ছিলেন ব্যামফিল্ড ফুলার।
  • বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তরিত করেন ওয়রেন হেস্টিংস।
  • ’ইন্ডিয়ান সিভিল সার্ভিস’ এর সৃস্টি হয় লর্ড কর্নওয়ালিসের আমলে।
  • কলকাতায় পুলিশ কমিশনারের পদ ও বাংলায় পুলিশ বিভাগের সৃস্টিকর্তা লর্ড কর্নওয়লিস।
  • ভারতবর্ষে প্রথম আদম শুমারি অনুষ্ঠিত হয় লর্ড রিপনের আমলে।
  • সতীদাহ প্রথা নিবারণ ও ঠগী দমনে সফলতা অর্জন করেন লর্ড বেন্টিঙ্ক।
  • ১৮৫৭ সালে সিপহী বিপ্লব সংঘঠিত হয় লর্ড ক্যানিংয়ের সময়ে।
0 Komentar untuk "ইতিহাস ও ঐতিহ্য"

Back To Top