সত্য ও সময়ের সাথে চলব

Powered by Blogger.

মোবাইল ও প্রজনন ক্ষমতা

মোবাইল প্রজনন ক্ষমতা কমায়
সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা জানিয়েছেন, মোবাইল ফোন ব্যবহারে পুরুষের প্রজনন ক্ষমতা কমে যায়। মোবাইল চালু করে প্যান্টের পকেটে রাখলে পুরুষের শুক্রানুতে বড় ধরনের প্রভাব ফেলে এবং তা কমে প্রায় অর্ধেক হয়ে যায়। অনলাইনভিত্তিক টাইমস অব ইন্ডিয়া সংবাদ মাধ্যম টি জানিয়েছে মোবাইল ফোন ব্যবহারে প্রজনন ক্ষমতা হ্রাস পায়। 
এ বিষয় টি নিয়ে সম্প্রতি সাতটি দেশে গবেষনা চালিযেছেন গবেষকরা। আমেরিকা , চীন এবং অস্ট্রেলিয়ার গবেষকরা জানিয়েছেন চালু থাকা মোবাইল ফোন প্যান্টের পকেটে রাখলে তা শুক্রানু তৈরির পরিমান কমিয়ে দেয়। নোবেল বিজয়ী মার্কিন গবেষক ডেভরা ডেভিস জানিয়েছেন , ‘বাবা হতে চাচ্ছেন এমন যুবকদের ক্ষেত্রে দেখা গেছে চার ঘন্টা মোবাইল ফোন ব্যবহার করলে তার শুক্রানু অর্ধেক হয়ে যায়। তিনি আরও জানিয়েছেন, শুক্রানুর উপর মোবাইল ফোনের বিকিরণ প্রয়োগ করলে শুক্রানু দুর্বল, চিকণ এবং সাতারে অক্ষম হয়ে পড়ে। আর মোবাইল ফোন হলো এক ধরনের স্বল্প কম্পাঙ্কের তরঙ্গ প্রেরক যন্ত্র। এ তরঙ্গের অন্য নাম মাইক্রোওয়েভে। জানা গেছে ডেভিস তার ’ডিসকানেক্ট: দি ট্রুথ অ্যাবাউট সেল ফোন রেডিয়েশন, হোয়াট দি ইন্ডাস্ট্রি হ্যাজ ডান টু হাইড ইট অ্রান্ড হাউ টু প্রটেক্ট ইউর ফ্যামিলী’ নামের বইটিতে এসব তথ্য জানিছেন। ডেভিস মোবাইল ফোন ব্যবহার বিষয়ে সতর্ক করে জানিয়েছেন মোবাইল ফোনের এই বিকিরণ অনেক দীর্ঘ মেয়াদি সমস্যার সৃষ্টি করবে। একটানা মোবাইল ফোন ব্যবহার স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর। অন্যদিকে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকদল জানিয়েছেন মোবাইল ফোন ব্যবহার মারাত্নক টিউমারের সৃষ্টি করে।
0 Komentar untuk "মোবাইল ও প্রজনন ক্ষমতা"

Back To Top