সত্য ও সময়ের সাথে চলব

Powered by Blogger.

তিল দেখে মানুষ চিনুন

মানব শরীরে তিলের অবস্থান দেখে মানুষ চেনার উপায় :
প্রতিটি মানুষের শরীরের বিভিন্ন জায়গায় তিলের মত একপ্রকার স্থায়ী চিহ্ন দেখা যায়, যার রং প্রায়ই একরকম হয় না। কিছুটা লালছে আবার কালোও হয়ে থাকে। তবে এগুলি বেশ ছোট হয়ে থাকে। সাধারণত এগুলোকে তিল চিহ্ন বলা হয়। আসুন মানব শরীরের বিভিন্ন অঙ্গের তিল দেখে কিছু বিচার বিশ্লেষণ করা যাক।

১। কপালের মাঝখানে তিল থাকলে তারা সাধারণত সৌভাগ্যবান, ঞ্জানী, ও যশের অধিকারি হয়।
২। চোখের নিচের তিল অধ্যবসায়ের চিহ্ন নির্দেশ করে।
৩। মাথার ব্রম্মতালুতে কালো তিল তন্ত্রসাধক ও কঠোর তপস্বী হয়।
৪। নারীর কপালের বামভাগে কালো তিল সুখী, সুপুত্রবতী ও সরল মনের পরিচায়ক।
৫। কপালের ডানদিকে নাসার উপর তিল দৈবধন ও যশলাভের সম্ভাবনা থাকে।
৬। গন্ডস্থানের তিল নির্ধনীর চিহ্ন নির্দেশ করে।
৭। নিম্ম ও ওপর ওষ্ঠের তিল বিলাসিতা ও প্রেমিকতার চিহ্ন প্রকাশ করে।
৮। কন্ঠের তিল বিবাহ দ্বারা অর্থলাভ নির্দেশ করে।
৯। বক্ষের তিল সু্স্থদেহ ও ভাগ্যের প্রকাশক।
১০। দক্ষিণ পাজরের তিল হীরবুদ্ধিতার পরিচায়ক।
১১। পেটের তিল পেটুক, স্বার্থপর ও পরিচ্ছদ প্রিয়তার চিহ্ন প্রকাশ করে।
১২। হৃদয়ের বিপরীত দিকের তিল নৃশংসতার লক্ষন।
১৩। দক্ষিণ বাহুর তিল দৃঢ় দেহ, ও ধৈর্যশীলতার পরিচায়ক।
১৪। কন্ঠস্থ তিল ধৈর্যশীলতা, বিশ্বাস ও ভক্তিমানের চিহ্ন প্রকাশ করে।
১৫। ভ্রু-নিম্মস্থ তিল জীবনব্যাপী দু:খ-দারিদ্রের চিহ্ন প্রকাশ করে।
১৬। ললাটের দক্ষিণপার্শস্থ তিল অসৎ চরিত্রতার চিহ্ন।
১৭। ললাটের বামপার্শস্থ তিল অপব্যয়, নিন্দা ও অখ্যাতির চিহ্ন ।
১৮। চোখের ডানদিকের তিল দীর্ঘজীবী, ধনবান ও অধ্যবসায়ীর লক্ষণ প্রকাশ করে।
১৯। নাসিকার বাম পাশের তিল ধর্মহীন, অপব্যয়ী ও মূর্খতার পরিচায়ক।
২০। বক্ষ:স্থলের মাঝে লোমসহ তিল বিদ্বান, ও কবিত্বশক্তি প্রকাশ করে।
২১। বামগালের তিল দাম্পত্য ও প্রেমে সুখী ও অসৌভাগ্যের চিহ্ন।
২২। কর্ণমধ্যস্থ তিল ভাগ্য ও যশের পরিচয় দেয়।

সাধারণত লাল রঙের তিল সবসময় শুভ ফল প্রদান করে। এবং
কালো রঙের তিলগুলি স্থান বিশেষে ফলাফল প্রদান করে।

ধন্যবাদ সবাইকে পোষ্টটি পড়ার জন্য।
0 Komentar untuk "তিল দেখে মানুষ চিনুন"

Back To Top