সত্য ও সময়ের সাথে চলব

Powered by Blogger.

মানবদেহ

মানবদেহ:
আমাদের মানবদেহ একটা জটিল এবং অভিনব কনস্ট্রাকশন। মানবদেহ সম্পর্কে জানার কোনো শেষ নেই। তবু যতটুকু জানা যায়, মনে রাখা যায় আমাদের ততটুকু জানা উচিৎ। এখানে কিছু তথ্য দেওয়া হল মানবদেহ সম্পর্কে।
  • মানুষের ক্রোমোজমের সংখ্যা ২৩ জোড়া।
  • মানুষের শরীরে সর্ববৃহৎ গ্রন্থি হচ্ছে লিভার (যকৃত)।
  • মানুষের শরীরে কোনো স্থানে ক্যান্সার হলে দ্রুত সেই স্থানে কোষের সংখ্যা বৃদ্ধি পায়।
  • মানবদেহে লিঙ্গ (জন:) নির্ধারণের ক্রোমোজমের সংখ্যা ১ জোড়া।
  • ভাইরাস একটি কোষহীন জীব।
  • জীবের বংশগতির বৈশিষ্ট বহন করে ক্রোমোজম।
  • মানুষের রক্তের পি এইচ ৭.৪।
  • মানুষের দুধ দাঁত থাকে ২০ টি।
  • মানবদেহে রাসায়নিক দূত হিসেবে কাজ করে হরমোন।
  • মানুষের মোট হাড়ের সংখ্যা ২০৬টি।
  • মানবদেহে মোট কশেরুকা ৩৩ টি।
  • মানুষের মস্তিষ্কের ওজন - পুরুষ ১.৫ কেজি এবং মহিলা ১.৩৬ কেজি।
  • নাড়ীর স্পন্দন প্রবাহিত হয় ধমনীর ভিতর দিয়ে।
  • সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা ৩৬.৯ সে.।
  • ফারেনহাইট স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা ৯৮.৪ফা.।
  • পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে বলা হয় নিউরন।
  • মানবদেহের সর্ববৃহত অঙ্গ ত্বক।
  • শীতকালে ঠোট ও গায়ের চামড়া ফেটে যায় বাতাসের আপেক্ষিক আদ্রতা কম হওয়ায়।
  • নখ বা চুল কাটলে আমরা ব্যথা পাইনা কারণ এদের মধ্যে স্নায়ু নেই।
  • সিস্টোলিক চাপ হচ্ছে হৃৎপিন্ডের সংকোচন।
  • ডায়াস্টোল চাপ হলো হৃৎপিন্ডের প্রসারণ।
  • দেহে রক্ত সঞ্চালনে প্রধান ভুমিক গ্রহনকারী হৃৎপিন্ড।
  • হৃৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানোকে এনজিওপ্লাষ্টি বলে।
  • আমীষ জাতীয় খাদ্য পরিপাক করে জারক রস পেপসিন।
  • পাকস্থলিতে দুগ্ধ জমাট বাঁধায় রেনিন নামক জারক রস।
  • প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধন করা।
  • ভয় পেলে গায়ের লোম খাড়া হয় অ্যাডরোনালিন হরমোনের প্রভাবে।
  • দাড়ি গোঁফ গজায় টেসটোস্টেরন হরমোনের জন্য।
  • মানবদেহের ক্ষুদ্রতম অস্থি স্টেপিস।
  • সর্বপ্রথম ক্লোনিংয়ের মাধ্যমে সৃষ্ট ভেড়ার নাম ডলি। ইংল্যান্ড -- ১৯৯৭।
  • কৃত্রিম উপায়ে সর্বপ্রথম জিন তৈরি হয় ১৯৭০ সালে।
  • মানবদেহের সবচেয়ে শক্ত অংশ হল দাঁতের এনাবেল।
  • মানবদেহে অসংখ্য জিনের বিন্যাসকে বুক আব হিউম্যান লাইফ বলে। চলবে............ 
0 Komentar untuk "মানবদেহ"

Back To Top