সত্য ও সময়ের সাথে চলব

Powered by Blogger.

General knowledge bangla

Study করুন কিছু সাধারণ জ্ঞান

মানবদেহে প্রতিদিন কত লিটার পানি দরকার?
কঃ ৩ লিটার
খঃ ৪ লিটার
গঃ ৫ লিটার
ঘঃ ৬ লিটার

উত্তর : ক

বাংলাদেশের আয়তন কত?
কঃ ১,৪৫,৫৭০ বর্গ কিলোমিটার খঃ ১,৪৬,৫৭০ বর্গ কিলোমিটার
গঃ ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার ঘঃ ১,৪৮,৫৭০ বর্গ কিলোমিটার

উত্তর : গ

টুথপেস্টের প্রধান উপাদান কি?

কঃ ভোজ্য তেল ও সোডা
খঃ জেলী ও মসলা
গঃ ফ্লোরাইড ও ক্লোরোফিল
ঘঃ সাবান ও পাউডার

উত্তর : ঘ

কম্পিউটার কে আবিষ্কার করেন?

কঃ উইলিয়াম অটরেড
খঃ ব্লেইসি পেসকেল
গঃ হাওয়ারড আইকেন
ঘঃ অ্যাবাকাস

উত্তর : গ

মানুষের দেহকোষে কয় জোড়া ক্রোমোজোম থাকে?

কঃ ২২ জোড়া
খঃ ২৩ জোড়া
গঃ ২৪ জোড়া
ঘঃ ২৫ জোড়া

উত্তর : খ

বাসা বাড়িুতে সরবরাহ করা বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো-

কঃ ৫০ হার্জ
খঃ ২২০ হার্জ
গঃ ২০০ হার্জ
ঘঃ ১০০ হার্জ

উত্তর : ক

সীম " কোন দেশের পার্লামেন্টের নাম?
ক. জাপান
খ. সুইডেন
গ. পোলান্ড
ঘ . নিউজিল্যান্ড

উত্তর : গ

গঙ্গা নদী উৎপত্তি স্থল কোথায় ?
ক. হিমালয়
খ. কাশ্মির
গ. নেপালের পাহাড়
ঘ. পামীর মালভুমি
সঠিক উত্তর : ক


পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে ?
ক. প্রশান্ত মহাসাগরে
খ. ভারত মহাসাগরে
গ. উত্তর মহাসাগরে
ঘ. আটলান্টিক মহসাগরে
সঠিক উত্তর : ক


লাইন অব কন্ট্রোল' কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্ন ?
ক. ভারত ও পাকিস্তান
খ. ইসরাইল ও জর্ডান
গ. চীন ও তাইওয়ান
ঘ. দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া
সঠিক উত্তর : ক


ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ সালেহ কত বছর ক্ষমতাসীন ছিলেন ?
ক. ৫৫ বছর
খ. ৩৩ বছর
গ. ৩৫ বছর
ঘ. ৩৬ বছর
সঠিক উত্তর : খ


ইন্ডিয়া হাউজ কোথায় অবস্থিত ?
ক. লুক্সেমবার্গ
খ. লন্ডন
গ. ইস্তাম্বুল
ঘ. কোনটিই নয়
সঠিক উত্তর : খ


তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত ?
ক. খোয়াই
খ. করিমগঞ্জ
গ. পেট্রাপল
ঘ. ডাউকি
সঠিক উত্তর : ঘ


কার্ল মার্ক্স কোন দেশে মৃত্যুবরণ করেন ?
ক. যুক্তরাজ্য
খ. রাশিয়া
গ. জার্মানি
ঘ. ফ্রান্স
সঠিক উত্তর : ক


ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে ?
ক. ১৯৭৫ সালে
খ. ১৯৭৬ সালে
গ. ১৯৭৮ সালে
ঘ. ১৯৯৮ সালে
সঠিক উত্তর : গ


স্কো কোন নদীর তীরে অবস্থিত ?
ক. রেইন
খ. মস্কোভো
গ. লোরি
ঘ. টেমস
সঠিক উত্তর : খ


প্রথম বেসরকারি মহাকাশযানের নাম কি ?
ক. ড্রাগন
খ. নাসা
গ. সি ৫
ঘ. বি ১৬
সঠিক উত্তর : ক


কোন ইউরোপীয়ান দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ?
ক. পর্তুগাল
খ. স্পেন
গ. ফিনল্যান্ড
ঘ. পোল্যান্ড
সঠিক উত্তর : ঘ


জন এফ কেনেডি মার্কিন যুক্তরাষ্ট্রের কততম রাষ্ট্রপতি ?
ক. ৩৬ তম
খ. ২৫ তম
গ. ৩৫ তম
ঘ. ৩৫ তম
সঠিক উত্তর : গ


'জুলিয়াস সিজার' কেন বিখ্যাত ?
ক. বর্ণবাদ বিরোধী হিসেবে
খ. আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে
গ. বৃটেনের রাজা হিসেবে
ঘ. রোমার সম্রাট হিসেবে
সঠিক উত্তর : ঘ


স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে ?
ক. ইরাক
খ. আলজেরিয়া
গ. ইরান
ঘ. সৌদি আরব
সঠিক উত্তর : খ


কিরগিস্তানের রাজধানী কোথায় ?
ক. আলমা আতা
খ. আশাখাবাদ
গ. উলানবাটোর
ঘ. বিশবেক
সঠিক উত্তর : ঘ


দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে -
ক. ১৯৪৪ সালের মে মাসে
খ. ১৯৪৫ সালের মে মাসে
গ. ১৯৪৩ সালের মে মাসে
ঘ. ১৯৪২ সালের মে মাসে
সঠিক উত্তর : খ
 

 নীল নদের দৈর্ঘ্য কত ?
ক. ৫৬৯৯ কি. মি
খ. ৬৬৬৯ কি. মি.
গ. ৬০০০ কি. মি
ঘ. ৭০০০ কি. মি.
সঠিক উত্তর : খ


আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ?
ক. ফিজি
খ. কুয়েত
গ. ভ্যাটিকান
ঘ. মালদ্বীপ
সঠিক উত্তর : গ


যুক্তরাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ -
ক. বেননেভিস
খ. এলবুর্জ
গ. এলগন
ঘ. আবায়াত
সঠিক উত্তর : ক


পৃথিবীর সর্বাপেক্ষা গম উৎপাদনকারী দেশ কোনটি ?
ক. অস্ট্রেলিয়া
খ. কানাডা
গ. চীন
ঘ. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর : গ


শ্রীলঙ্কার মুদ্রার নাম কি ?
ক. ডলার
খ. পাউন্ড
গ. রূপী
ঘ. টাকা
সঠিক উত্তর : গ


FIFA প্রতিষ্ঠিত হয় কবে ?
ক. ১৯০৪ সালে
খ. ১৯২৪ সালে
গ. ১৯১৪ সালে
ঘ. ১৯০৫ সালে
সঠিক উত্তর : ক


আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশের পক্ষে স্বাক্ষর করেন কে কে ?
ক. রোনাল্ড রিগ্যান ও মার্গারেট থ্যাচার
খ. জর্জ ডবি্লউ বুশ ও টনি ব্লেয়ার
গ. জিমি কার্টার ও রানী দ্বিতীয় এলিজাবেথ
ঘ. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টোন চার্চিল
সঠিক উত্তর : ঘ


রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে ?
ক. সুয়েজ খাল
খ. পানামা খাল
গ. পক প্রণালী
ঘ. জিব্রল্টার প্রণালী
সঠিক উত্তর : খ


সংযুক্ত আর-আমিরাত ও ইরানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপটির নাম-
ক. গুয়াম দ্বীপ
খ. মিন্দানাও
গ. মরুরুয়া দ্বীপ
ঘ. আবু মুসা দ্বীপ
সঠিক উত্তর : ঘ


ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ সালেহ কত বছর ক্ষমতাসীন ছিলেন ?
ক. ৫৫ বছর
খ. ৩৩ বছর
গ. ৩৫ বছর
ঘ. ৩৬ বছর
সঠিক উত্তর : খ


'জেসমিন বিপ্লব' কোন দেশে সংঘটিত হয় ?
ক. তিউনিশিয়া
খ. ব্রাজিল
গ. চীন
ঘ. জাপান
সঠিক উত্তর : ক

                                  
0 Komentar untuk "General knowledge bangla"

Back To Top