সত্য ও সময়ের সাথে চলব

Powered by Blogger.

খেলাধুলা

খেলাধুলা সম্পর্কে বিশেষ কিছু তথ্য:
  • ফুটবল খেলার জন্ম চীনে।
  • একটি ফুটবলের পরিধী ২৭-২৮ ইঞ্চি।
  • একটি আদর্শ ফুটবলের ওজন ১৪-১৬ আউন্স।
  • ফুটবল খেলার নিয়মাবলি লিপিবদ্ধ করা হয় ১৮৪৮ সালে ।
  • ফুটবল খেলায় খেলোয়াড় পরিবর্তন করার নিয়ম চালু করা হয় ১৯৬৫ সালে।
  • ফিফা (FIFA) প্রতিষ্ঠিত হয় ৪মে ১৯০৪ সালে।
  • ফিফার প্রথম সভাপতি জুলেরিমে । (ফ্রান্স)।
  • প্রাচীনতম ফুটবল আসর প্রতিযোগিতা - কোপা আমেরিকা কাপ, ১৯০৪ সালে।
  • বিশ্বকাপ ফুটবল শুরু হয় ১৯৩০ সালে।
  • বিশ্বকাপ ফুটবলের প্রথম ট্রফির নাম জুলেরিমে কাপ।
  • বিশ্বকাপ ফুটবলের বর্তমান ট্রফির নাম ফিফা ট্রফি।
  • ফিফা বিশ্বকাপ শুরু হয় ১৯৭৪ সাল থেকে।
  • প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় উরুগুয়ে।
  • প্রথম বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন উরুগুয়ে।
  • ১৮তম বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন ইতালি।
  • ১৯তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায়, ২০১০ সালে।
  • ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় ব্রাজিলে।
  • ইউরো ফুটবল প্রথম অনুষ্ঠিত ফ্রান্সে।
  • ইউরো ফুটবলে প্রথম চ্যাম্পিয়ন রাশিয়া।
  • ক্রিকেট খেলার জন্ম ইংল্যান্ডে।
  • ক্রিকেট বলের ওজন ৫.৫ থেকে ৬.৫ আউন্সের মধ্যে।
  • ক্রিকেট খেলার নিয়মাবলি প্রথম লিপিবদ্ধ হয় ১৭৭৪ সালে।
  • ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আই সি সি ।
  • টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ডধারী ব্যাটসম্যান ব্রায়ান লারা।
  • টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের অধিকারী বোলার মুত্তিয়া মুরালিধরন। (শ্রীলঙ্কা)
  • টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মো: আশরাফুল । (বাংলাদেশ)।
  • আই সি সি - এর পূর্ণ সদস্য দেশ -১০ টি।
  • বাংলাদেশ আই সি সি - এর সদস্যপদ লাভ করে ১৯৭৬ সালে।
  • ওয়ানডে ক্রিকেট চালু হয় ১৯৭১ সালে।
  • বিশ্বকাপক্রিকেট শুরু হয় ১৯৭৫ সালে ইংল্যান্ডে।
  • ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ২০০ রানের বিশ্ব রেকর্ডধারী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার (২০০) , বীরেন্দ্র শেবাগ (২১৯)।
  • ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বোলার ওয়াসিম আকরাম।
  • সবচেয়ে কম বলে শত রানের অধিকারী ব্যাটসম্যান শহীদ আফ্রিদী।
  • সবচেয়ে বেশি রান সংগ্রহকারী এবং শতরানের বিশ্ব রেবর্ডধারী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার।
  • সেরা বোলিং- ১৯ রানে ৮ উইকেট সংগ্রহকারী চামিন্দা ভাস। 
  • গুগলি, এলবিডব্লিউ, সিলি পয়েন্ট ইত্যাদি কথা ব্যবহৃত হয় ক্রিকেট খেলায়।
  • বাংলাদেশ আন্তজার্তিক ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে ১৫ জুন, ১৯৯৭ সালে।
  • বাংলাদেশ বিশ্ব অলিম্পিক এসোসিয়েশনের সদস্যপদ লাভ করে ১৯৮০ সালে।

ধন্যবাদ পোষ্টটি পড়ার জন্য।

0 Komentar untuk "খেলাধুলা"

Back To Top