সত্য ও সময়ের সাথে চলব

Powered by Blogger.

পরিপূর্ণ নারী

একজন পরিপূর্ণ নারীর মধ্যে নারীত্বের যে গুনগুলো থাকবে :
নারীর প্রথম সম্পদ হলো তার সুন্দর দেহ। প্রকৃতি নারীকে মোহময়ী ও সৌন্দর্যময়ী করে তুলেছে কেন? নারীর সৌন্দর্য, নারীর যৌনতা পুরুষকে আকর্ষণ করার জন্য। যেমন ফুলের রুপ-রস গন্ধের সৃষ্টি মৌমাছিকে মোহিত করে কাছে টানার জন্য, নয়তো পনাগ ও রেণুর মিলন হবে না। তা না হলে সৃষ্টি তো থেমে থাকবে । তাই রুপের সহজাত মায়া জাল নিয়েই নারী জন্মায়।

জেনে নিন একজন পরিপূর্ণ নারীর আদর্শতা ::
  • অন্যের মনোভাব সম্পর্কে সচেতনতা।
  • তারা ন্যায় পরায়ণ।
  • সহজে তাদের চোখে জল আসে।
  • অপরের প্রতি সহানুভুতিশীল। এজন্য নিজের স্বার্থ ত্যাগ করতেও প্রস্তুত।
  • ভাবপ্রবণ।
  • বিপদে মাথা ঠিক রাখতে পারে না। উত্তেজিত হয়ে ওঠে।
  • খুব সহজে অন্যের মনে আঘাত দিতে পারে। স্থান কাল পাত্র বিবেচনা না করেই যাকে তাকে দুচার কথা শুনিয়ে দিতে পারে। কে কি মনে করলো তা একবারও ভাবে না। হয়তো তার স্বামী শাশুড়ি, শ্বশুর, নিজের বাবা-মা কেই যা-তা বলে বসলো। 
  • নারী স্বভাবতই ভদ্র । মৃদুভাষী।
  • বাচ্চাদের ভালবাসে। ছোট শিশুদের দেখলেই যে কোন বয়সের নারীর হৃদয়ে অগত্যা স্হেহ জেগে ওঠে। তাকে কোলে নেওয়া বা আদর করার প্রবণতা জাগে।
  • নারী গৃহ কেন্দ্রিক। সংসারই তার কাছে বিশ্বের সমান। বহু নারী বাড়ির টানে দূরে গিয়ে থাকতে পারে না। এমনকি বেড়াতে যেতেও চায় না।
  • পরিচ্ছন্নতা প্রিয়।
  • স্বভাবত নিষ্ক্রিয়তার কারণে অনেক নারী বািইরে চাকরি না করে গৃহবধু হয়ে থাকতে পছন্দ করে।
  • কুশলী কুটকাচালীতে নারীর মাথা ভাল খেলে। সমস্ত বিবাহিতা নারীই কর্মক্ষেত্রে ও সংসারে স্বামীকে পরামর্শ দেয়।
  • নারী সহজে লোকচরিত্র বুঝতে পারে। যে কোনো নারী পুরুষের সাথে কথা বললে তার একটা উপলব্ধি হয় লোকটি কেমন। কি চা্য়।
  • নারী যেমন কলহ প্রিয় হয় তেমনি আলাপ প্রিয় হয়। নিত্য নতুন লোকের সাথে আলাপ করেতে জুড়ি নেই। সে চট করে অন্যকে বন্ধু করে ফেলতে পারে ও তাকে তুমি বা তুই বলে সম্বোধন করতে পারে।
ওপরের যে কয়টি চারিত্রিক প্রলক্ষণ এর কথা বলা হয়েছে তার ভিত্তি বৈজ্ঞানিক। এগৃলি সবই হরমোনের খেলা। তা ক্ষণস্থায়ী হতে পারে আবার আজীবন চরিত্রের সাথে মিশে থাকতে পারে। পুরুষের মধ্যে সুন্দরী নারীকে দেখা মাত্র যেমন কাম ভাব জাগেতেমনি সুন্দর সুঠাম পুরুষকে দেখেও নারীর মধ্যে কামভাব জাগে কিন্তু নারী সেটি কখনও প্রকাশ করে না। লজ্জা নারীর ভুষণ এই সহজাত চরিত্র তার মৃত্যু পর্যন্ত থাকে।
0 Komentar untuk "পরিপূর্ণ নারী"

Back To Top