সত্য ও সময়ের সাথে চলব

Powered by Blogger.

general knowledge

 যারা বিসিএস পরীক্ষা দিবেন এবং অন্যান্য চাকরীর পরীক্ষাও দিবেন তাদের জন্য বিশেষ আয়োজন :::

০১. 'পথের দাবি' উপন্যাসের রচিয়তা কে ?
ক. শরৎচন্দ্র চট্টোপধ্যায়
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. সত্যেন সেন
ঘ. সুকান্ত ভট্টাচার্য
সঠিক উত্তর : ক
 

০২. 'দহনকাল' উপন্যাসটির জন্য কথা সাহিত্যে 'বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ২০১৩' পদকে ভূষিত হন ?
ক. হরিশংকর জলদাস
খ. হুমায়ূন আহমেদ
গ. আনিসুল হক
ঘ. কোমার সাহা
সঠিক উত্তর : ক


০৩. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক) কারা রচনা করেন ?
ক. ড. মুহাম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ আলী আহসান
খ. মুহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান
গ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ ও মুহাম্মদ আব্দুল হাই
ঘ. মুহাম্মদ আব্দুল হাই, আনিসুজ্জামান ও আনোয়ার পাশা
সঠিক উত্তর : খ

০৪. ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন ?
ক. উইলিয়ম কেরি
খ. লর্ড ওয়েলসলি
গ. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ঘ. রামরাম বসু
সঠিক উত্তর : ক

০৫. কোনটি হযরত মুহাম্মদ (সঃ) -এর জীবনী গ্রন্থ ?
ক. মরু ভাস্কর
খ. মরু তীর্থ
গ. মরুমায়া
ঘ. মরু কুসুম
সঠিক উত্তর : ক

০৬. পদাবলী লিখেছেন----
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. মাইকেল মধুসূদন
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কায়কোবাদ
সঠিক উত্তর : গ

০৭. 'বাংলা একাডেমী সংক্ষিপ্ত বাংলা অভিধান'-এর সম্পাদক কে ?
ক. আহমদ শরীফ
খ. মুহম্মদ আব্দুল হাই
গ. মুহম্মদ শহীদুলাহ্‌
ঘ. মুহম্মদ এনামুল হক
সঠিক উত্তর : ক


০৮. 'ভিক্ষুকটা যে পিছনে লেগেই রযেছে, কী বিপদ!' - এই বাক্যের 'কী' এর অর্থ -
ক. রাগ
খ. ভয়
গ. বিপদ
ঘ. বিরক্তি
সঠিক উত্তর : ঘ

০৯. 'ঢাকের কাঠি' বাগধারার অর্থ-
ক. সাহায্যকারী
খ. তোষামুদে
গ. বাদক
ঘ. স্বাস্থ্যহীন লোক
সঠিক উত্তর : খ

১০. 'প্রভাবতী সমভাষণ' কার রচনা ?
ক. দেবেন্দ্রনাথ ঠাকুর
খ. রামমোহন রায়
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর : গ

১১. 'চতুর্দশপদী কবিতাবলী' কার রচনা ?
ক. মাইকেল মধুসূদনদত্ত
খ. হেমচন্দ্র বন্দোপাধ্যয়
গ. নবীনচন্দ্র সেন
ঘ. রঙ্গলাল বন্দোপাধ্যয়
সঠিক উত্তর : ক


১২. কোনটি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ ?
ক. বন্দীর বন্দনা
খ. বিষের বাঁশী
গ. সন্দ্বীপের চর
ঘ. রূপসী বাংলা
সঠিক উত্তর : খ

১৩. 'চাদের হাট' -অর্থ কি ?
ক. আত্মীয় সমাগম
খ. বন্ধুদের সমাগম
গ. গণ্যমান্যদের সমাগম
ঘ. প্রিয়জন সমাগম
সঠিক উত্তর : ঘ

১৪. কোন বানানটি শুদ্ধ ?
ক. সুচিষ্মিতা
খ. সূচিস্মিতা
গ. সুচীস্মিতা
ঘ. সুচিস্মিতা
সঠিক উত্তর : ঘ

১৫. 'কর্মে যাহার ক্লান্তি নাই' এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি ?
ক. ক্লান্তিহীন
খ. অক্লান্ত কর্মী
গ. অক্লান্ত
ঘ. অবিশ্রাম
সঠিক উত্তর : খ

১৬. ণত্ব বিধি সাধারনত কোন শব্দে প্রযোজ্য ?
ক. দেশী
খ. বিদেশী
গ. তদ্ভব
ঘ. তৎসম
সঠিক উত্তর : ঘ

১৭. ক্রিয়াপদ --
ক. সবসময়ে বাক্যে থাকবে
খ. কখনো কখনো বাক্যে উহা থা্‌কতে পারে
গ. শুধু অতীতকাল বুঝাতে বাক্যে ব্যবহৃত হয়
ঘ. আসলে বিশেষন থেকে অভিন্ন
সঠিক উত্তর : খ

১৮. কোনটি অনুজ্ঞা ?
ক. তুমি যাও
খ. তুমি গিয়েছিলে
গ. তুমি যাচ্ছিলে
ঘ. তুমি যাচ্ছ
সঠিক উত্তর : ক

১৯. 'যত বড় মুখ নয় তত বড় কথা' -এখানে ‘মুখ’ বলতে কি বোঝাচ্ছে ?
ক. শক্তি
খ. অনুভূতি
গ. গালি
ঘ. প্রত্যঙ্গ
সঠিক উত্তর : ক

২০. কোন বানানটি শুদ্ধ ?
ক. মুমুর্ষু
খ. মূমুর্ষু
গ. মুমূর্ষু
ঘ. মূমূর্ষূ
সঠিক উত্তর : গ

২১. 'বিরাগী' শব্দের অর্থ কি ?
ক. প্রতিকুল
খ. রাগহীন
গ. বিশেষভাবে রুষ্ট
ঘ. উদাসীন
সঠিক উত্তর : ঘ

২২. 'ব্রজবুলি' বলতে কি বুঝায় ?
ক. ব্রজধামে কথিত ভাষা
খ. একরকম কৃত্রিম কবিভাষা
গ. মৈথালী ভাষার একটি উপভাষা
ঘ. বাংলা ও হিন্দির যোগফল
সঠিক উত্তর : খ

২৩. 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই' -কে বলেছেন ?
ক. বিদ্যাপতি
খ. চণ্ডীদাস
গ. রামকৃষ্ণ পরমসংহ
ঘ. বিবেকানন্দ
সঠিক উত্তর : খ

২৪. কোনটি রবীন্দ্রনাথের রচনা ?
ক. চতুরঙ্গ
খ. চতুষ্কোন
গ. চতুর্দশী
ঘ. চতুষ্পাঠী
সঠিক উত্তর : ক

২৫. কোনটি কাব্যগ্রন্থ ?
ক. কবিতা
খ. কাব্যপরিক্রমা
গ. কয়েকটি কবিত
ঘ. বাংলার কাব্য
সঠিক উত্তর : গ


 ২৬.'ভানুসিংহ' কার ছদ্মনাম ?
ক. সত্যেন্দ্রনাথ দত্তের
খ. প্রমথ চৌধুরীর
গ. রবীন্দ্রনাথ ঠাকুরের
ঘ. টেকচাদঁ ঠাকুরের

সঠিক উত্তও : গ 

২৭. সাম্য গ্রন্থটির রচিয়তা কে ?
ক. কাজী নজরুল ইসলাম
খ. মোহাম্মদ বরকত উল্লাহ
গ. মোহাম্মদ লুৎফর রহমান
ঘ. বঙ্কিমচন্দ্র টট্টোপাধ্যায়
সঠিক উত্তর : ঘ

২৮. সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি ?
ক. সমকাল
খ. সওগাত
গ. উত্তরণ
ঘ. শিখা
সঠিক উত্তর : ক

২৯. 'ঠাকুরমার ঝুলি' কি জাতীয় সংকলন ?
ক. রূপকথা
খ. ছোট গল্প
গ. উপন্যাস
ঘ. রম্যরচনা
সঠিক উত্তর : ক

৩০. 'কচ্ছপের কামড়' বাগধারাটির অর্থ কি ?
ক. কঠিন কামড়
খ. নাছোড়বান্দা
গ. অলসতা
ঘ. সফলতা
সঠিক উত্তর : খ


ধন্যবাদ 
0 Komentar untuk "general knowledge "

Back To Top